আসসালাতু মেরাজুল মুমিনীন
গীতিকার: কাজি মুহাম্মাদ ঈসা মাহমুদ
মাসজিদে ঐ হলো আযান
সালাতে ডাকে মুয়াজ্জিন
সালাত হলো মেরাজ স্বরুপ
আসসালাতু মেরাজুল মুমিনীন।।
সালাত আদায় করবে যেজন
রবের দীদার পাবে সেজন
সরল পথের পাবে দিশা
সঙ্গি হবে সলেহীন।।
দ্বীন কায়েমের বন্ধুগণ
সালাতকে ভুলোনা কখন
আসসালাতু মিফতাহুল জান্নাহ
পয়গামে- রহমাতাল্লিল আলামিন।
মাসজিদে ঐ হলো আযান
সালাতে ডাকে মুয়াজ্জিন
সালাত হলো মেরাজ স্বরুপ
আসসালাতু মেরাজুল মুমিনীন।।
সালাত আদায় করবে যেজন
রবের দীদার পাবে সেজন
সরল পথের পাবে দিশা
সঙ্গি হবে সলেহীন।।
দ্বীন কায়েমের বন্ধুগণ
সালাতকে ভুলোনা কখন
আসসালাতু মিফতাহুল জান্নাহ
পয়গামে- রহমাতাল্লিল আলামিন।
1 Comments
জাজাকাল্রাহ, অনেক চমৎকার একটি ইসলামী সংগীত।আরো সুন্দর সুন্দর গজল লেখার অনুরোধ রইলো।
ReplyDelete