কে আমি

//কে আমি//
**কাজি মুহাম্মাদ ঈসা মাহমুদ**

যার অস্তিত্ব স্রষ্টার কাছে খুবই নগণ্য
নগণ্য হলেও কর্মের মাধ্যমে হব ধণ্য।।

আমাকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত
আমি প্রথমে কাউকে করিনা আঘাত।
সকলকে রাখতে চাই হাসি খুশি
প্রভুর দয়া চেয়ে সকলকে ভালবাসি।।

যার জন্য পৃথিবী হবে দিশেহারা
তার মৃত্যুতে মানুষেরা হবে পাগল পারা।
যার জীবনটা হয় বর্ণিল
তার স্বপ্নগুলো হয় রঙিন।
যে নয় কখনো স্বাধীন
সে হয় স্রষ্টার অধীন।।

যে মানুষ নিজেকে যায় ভুলে
প্রভু তার থেকে রহম নেয় তুলে।
যার পদাঙ্কে নেই আদর্শের ছাপ
তার জীবনে পরে কু-প্রভাব।
সততা যাকে করেনি আকৃষ্ট
সেই সমাজে হয় নিকৃষ্ট।।


Post a Comment

1 Comments