সিয়ামের চাঁদ উঠেছে
পূণ্যের এক মাস এসেছে
মোমিনের জন্যে এক মহাসুসংবাদ
এ যে রমজানেরই রাত।।
রবের হুকুম সিয়াম পালন
করতে হবে পুরোমাস
সিয়াম বিনে বিচার দিনে
হবে তোমার সর্বনাশ
সিয়াম হবে ঢাল স্বরূপ
করতে তোমায় হেফাজাত
এ যে মোমিনেরই জন্যে এক মহাসুসংবাদ।।
সিয়াম পালন করবে যে জন
আল্লাহ তাকে দিবেন জাজা
ইচ্ছা করে সিয়াম ছাড়লে
পরকালে পাবে সাজা
সিয়াম তোমার সঙ্গি হবে
কঠিন সময় সঙ্গে রবে
পার করিবে কিয়ামাতের সেই মহাবিপদ
এ যে মোমিনেরই জন্যে এক মহাসুসংবাদ।।
0 Comments