**ঋতুকন্যা**
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
ঋতুকন্যা হৈমন্তীর রূপ-লাবণ্য
হৃদয় ছুয়েছে সকলের,
হিম হিম মৃদু কুয়াশায়
মিষ্টি গন্ধ নতুন ধানের।।
জ্যোৎস্না প্লাবিত রাতে যেন
পাতাঝরা বৃক্ষের নৃত্য,
বছর বছর প্লাবন এসে
কেড়ে নেয় আনন্দ মুহূর্ত।।
কিষাণী বধুর নীরব অপেক্ষা
আসবে শান্তির পরশ,
ভরবে গোলায় নতুন ধান
জীবন হবে উল্লাসে সরস।।
কৃষকের বাড়ি নবান্নের উৎসব
আনতে যাবে নায়র,
বাপের বাড়ির কথা শুনে
গিন্নির মুখে খুশির সায়র।।
রূপসী হেমন্তের প্রেমে পড়েনি
নেইতো এমন কবি,
ধানের ডগায় শিশির কণায়
মধুর চুমু খায় রবি।।
স্রষ্টার স্পর্শে শৈল্পিক সৌকর্যে
হেমন্ত অনবদ্য বাণীমূর্তি,
ভোগ-বিলাসী টগবগে যৌবনধারী
রূপে হারিয়ে কইরো না ফুর্তি।।
3 Comments
Very nice poem
ReplyDeleteThanks
welcome
ReplyDeleteভালোবাসা জানবেন প্রিয়
ReplyDelete