মুনাফিকী

 মুনাফিকী***

কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ***


কথা দিয়ে যারা কভু কথা রাখে না,

ওয়াদা দিয়ে যারা কভু পুর্ণ করে না,

সময় বুঝে অত্যাচারে মাতে যেই জনা,

তারে আমি কোন দিনও মানুষ বলবো না।।


ওয়াদার সাথে আমানত রক্ষা করবে যে জনা,

সেই হবে খাঁটি মানুষ মু'মিন একজনা,

ওয়াদা আর আমানতের খেয়ানত হওয়া যাবে না,

এমন হলে মুনাফিক ছাড়া কিছুই বলবেনা।।


ওয়াদা দেয়া কথার কথা, হতে পারে না

ওয়াদা দিলে সেই কাজটা, ভোলা যাবে না

অন্যের মাথায় কাঁঠাল ভেঙে, খাইতে যেও না

সময় মত ধরা খাবে, উপায় থাকবে না।।


মিথ্যা সকল পাপের জননী, মিথ্যে বলো না,

মিথ্যে বলে কাউকে কভু, ধোকা দিও না,

ধোকা দিয়ে বোকা করে, খুশি হইও না,

ধরা তোমায় খেতেই হবে রক্ষা পাবে না।।


মাটির মানুষ মাটির উপর থাকতে পারবে না

প্রান পাখিটা উড়ে গেলে আর তো রাখবে না

তাইতো বলি নয়-ছয়টা আর করিও না

আজরাইল তোমার ঘাড়ের উপর কাউকে ছাড়বে না।।



Post a Comment

0 Comments