গজল:- ফজর

 ******//ফজর\\******
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ

খুব সকালে উঠতে হবে
পড়তে হবে ফজর
আমায় মাগো ডেকে দিও
করে একটু আদর।
রোজার সময় ডাকোনি মা
আমি ছোট বলে
ফজর তো মা পড়তে হবে
সুবহে সাদিক হলে।
মাগো তুমি ভয় পেয়োনা
রহম আল্লাহর চাদর।।
নামাজ পড়ে ভালো মানুষ
হবো মাগো আমি
আমার মনের সকল কথা
জানেন অন্তর্যামী।
কষ্ট যেন সইতে পারি
ধরতে পারি সবর।
নবীজির সেই দেখানো পথ
আমার চলার গতি
আমি যেন হতে পারি
দ্বীনের দায়ীর সাথী।
এই দোয়াটা করো মাগো
পাই যেন কদর।।



Post a Comment

1 Comments