2020 সালে যা হারালাম

 নূরানী মুখের বিদায়ী বছর**

কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ**


ঝাকে ঝাকে কুরআনের পাখিরা

রবের ডাকে দিচ্ছে সাড়া,

মুমিনের হৃদয় আকুতি জানায়

কেঁদে কেঁদে সব দিশেহারা।।


জীবনের যুদ্ধকে হার মানিয়ে

চলে গেলেন জুবায়ের আনসারী,

বিদায় জানিয়ে চলে গেল

মিষ্টি ভাষার তোফাজ্জল ভৈরবী।।


ফুলের ঘ্রাণ ছড়াতে পারল না

নব যৌবনে উদ্দীপ্ত মইনুল,

প্রভুর আহবানে সন্তুষ্ট হলেন

আহমদ শফী ওস্তাদে আলেমকুল।।


যার কথা কানে বাজে

হৃদয়ে দাগ কেটে যায়,

মালিকের ডাকে যিনি জান্নাতি

তিনি গোলাম সরোয়ার সাঈদী।।


আল্লাহর ভালোবাসায় যিনি মহিয়ান

জীবনটা ছিল যার সংগ্রামী

লাখো জনতার শ্রদ্ধাভাজন 

আল্লামা নূর হোসাইন কাসেমী।।


নূরানী মুখের বিদায়ী বছর

বাংলায় বইছে দুখের নহর 

ভুলতে পারব না এই বেদনা

আল্লাহর কাছে চাইছি ক্ষমা।।



Post a Comment

0 Comments