নীড়ে ফেরা

 নীড়ে ফেরা**

কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ**


গাঁয়ের কথা পড়লে মনে, মায়ের মুখটা ভাসে

মা ছাড়া এই ভূলোকে, কেমনে বলো আসে?

গাঁয়ের মাটি বড়ই খাঁটি, ফল ফসলে ভরা

মায়ের বদন দেখলে পরে, কাটে জীবন খরা।


ঝোপঝাড়ে সন্ধ্যার পরে, জোনাকি দেয় আলো 

নামটি ধরে ডাকলে মা, লাগে ভীষণ ভালো।

গাঁয়েরছেলে গাঁয়ে যাব, ডাকবো আমি মা

মিষ্টি হেসে চোখটি মুছে, বলবে আমায় বাবা। 


গাঁ'যে আমার প্রাণভোমরা, সবুজ শ্যামল মাঠ

ডাংগুলি আর ফুটবল খেলা, ছোট্টবেলার পার্ট।

খেলায় মজে কাজে ফাঁকি, দিতাম কত ভাই

সন্ধ্যাবেলা ঘরে বসে, কান মলাও খাই।


স্মৃতি ভরা শৈশব কারো, আসেনা আর ফিরে

তবুও ভাই স্বাদ পেতে, যাচ্ছি আপন নীড়ে।।


সময়: রাত 12.45

30/01/2021

পূবালী-5 লঞ্চে 

গলাচিপা যাওয়ার পথে



Post a Comment

0 Comments