মাতৃভাষা**
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ**
বাংলা বলি বাংলায় গাই
বাংলা মনের আশা
সবার চেয়ে প্রিয় হলো
আমার মাতৃভাষা।
ভাষার জন্য জীবন দিল
আমার সোনা ভাই
বাংলা ভাষায় কথা বলে
শান্তি বুকে পাই।
ভাইয়ের জন্য আজও ঝরে
মায়ের চোখের পানি
ভাই যে আমার জীবন বিলাই
সবার চোখের মনি।
রক্তে কেনা বাংলা ভাষা
বিশ্ববাসী জানে
মায়ের ভাষা কিনছি মোরা
তাজা রক্তের দামে।
প্রেম কুড়ানো বাংলা আমার
যাইনা যেন ভুলে
বাংলা আমার জীবন মরণ
থাকি মায়ের কোলে।
0 Comments