রক্তে কেনা স্বাধীনতা

 রক্তে কেনা স্বাধীনতা 

কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ


চারিদিকে লাশ আর লাশ

ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত আর রক্ত

ছবিগুলো যেন চেনা চেনা 

এ যেন আমার বাবা ভাই বোন 

আমারই আপন জনা।


পৈশাচিক বর্বরতার সীমারেখা ছাড়িয়ে

রক্তের গঙ্গায় ভাসিয়ে

হানাদার মিলিটারির আক্রমণ

রাতের অন্ধকারে নিরীহ মানুষের প্রতি 

সশস্ত্রবাহিনীর জুলুম নির্যাতন।


অকাতরে জীবন বিলিয়ে দিয়ে 

খুঁজেছে মুক্তির পথ

ওরা সাহসী বীর সৈনিক 

ওরা বাংলা মায়ের দামাল ছেলে 

ওদের জন্য সাজিয়ে রাখি রথ।


অত্যাচারের গল্প শুনেছি কত 

ইতিহাস সাক্ষী শত

দেখিনি ব্রিটিশ বাহান্ন একাত্তর 

দেখেছি স্বাধীন দেশে ভাইয়ের প্রতি 

জুলুম নির্যাতন অবিরত।


স্বাধীন দেশের স্বাধীন পতাকা 

কলঙ্কিত যাদের হাতে

ওরা হায়না নরপশুর দল

ওদের সাথে নেই কোনো আপস

ওদের হঠাবো প্রতিঘাতে।

Post a Comment

0 Comments