রঙের এই দুনিয়া


রঙের এই দুনিয়া

কাজি মুহাম্মদ ঈসা মাহমুদ


রঙের এই দুনিয়াতে
জীবন তরী পাড়ি দিতে
স্বপ্ন ছায়ায় মন ভোলাতে
হয়েছি মাশগুল.........

খুঁজিনিতো ভাল মন্দ
চলা ফেরায় নেইতো ছন্দ
সুখ খুঁজেছি সকল কাজে
বিবেক হীনা হয়ে অন্ধ
তাইতো আমি হয়েছি বেকুল........

জীবনের এই গুলিস্তানে
সুখ খোঁজার কি আছে মানে
আলোর দেখা পেতে হলে
চোখটি রাখ আল কুরআনে
নইলে তুমি হারাবে দু’কুল.........

শিক্ষা তুমি অর্জন কর
শিক্ষিত তাই হতে পার
সুশিক্ষার জ্ঞান না থাকিলে
মানুষ তারে কেবা বলে
সেইতো হবে পশুর সমতুল.......


Post a Comment

0 Comments