উম্মত
বলে একটু কাছে নিও
[কাজি
মুহাম্মাদ ঈসা মাহমুদ]
শয়নে স্বপনে, জীবনে মরনে
হায়াতে মউতে, আখিরাতও পুলসিরাতে
একটু দেখা দিও
আমার নবীগো..
উম্মত বলে একটু কাছে নিও।
আমায় উম্মত বলে একটু কাছে নিও
আমার নবীগো..
উম্মত বলে একটু কাছে নিও।।
আমি অধম গুনাহগার......
আমি অধম গুনাহগার
চতুর দিকে দেখি আধার
তবু তোমার আশায় চেয়ে থাকি
আমার নবীগো
উম্মত বলে একটু কাছে নিও।।
এই নাদানের আহাজারি......
ঝড়াই শুধু চোখের পানি
তবু তোমার আশায় চেয়ে থাকি
আমার নবীগো
উম্মত বলে একটু কাছে নিও।।
শেষ বিচারের ময়দানে......
শেষ বিচারের ময়দানে
সবাই যখন ধরা খাবে
আমার তুমি পার করিয়া নিও
আমার নবীগো
উম্মত বলে একটু কাছে নিও।।
0 Comments