বাবা
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
বাবা তোমার কথা শুনে
শান্তি আমি পাই,
তোমার স্মৃতি এই বুকেতে
সুখের সীমা নাই।
তুমি যখন আদর করে
রাখতে মাথায় হাত,
সেই আদরে আলো পেতো
আমার অমাবস্যার রাত।
তুমি চাঁদের আলো হয়ে
আমায় জোসনা বিলাতে,
সাত সাগরের মাঝি হয়ে
আমায় গল্প শোনাতে।
তুমি আমার মনের মাঝে
জাগ্রত এক ছবি,
ঘুম পাড়ানো কবিতা আর
সকাল বেলার রবি।
0 Comments