কবিতা: নষ্ট লেখা

///নষ্ট লেখা///
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

ছন্দ লিখে অন্ধ কবি
হয়েছে বিখ্যাত
নীতি বাক্যে কলম নাই
তবুও অখ্যাত।

নারী দেহের রচনা লিখে
লিখে অশ্লীলতা
নিজের বেলায় খবর নাই
শিখায় ভদ্রতা।

একটু কিছু বলতে গেলে
দেখায় নারীবাদী
ছড়ায় করে নারীর অপমান
যদিও সে দিদি।

যেই ছড়াতে দীক্ষা নাই
উহা মূল্যহীন
শিক্ষার সাথে দীক্ষা খুঁজি
স্বপ্ন সীমাহীন।

Post a Comment

0 Comments