গান : সফর
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
চলনা এবার ঘুরতে যাই
মন খারাপের দেশে যাই,
মনের সাথে মন মিলিয়ে
সুখি একটা জীবন চাই।।
দেশ বিদেশে ঘুরতে যাবো
মনের কথা সবই কব,
সুরে সুরে গান মিলাব
তোমার একটু ইচ্ছে চাই।।
জীবন একটা সাগর নদী
সেই সাগরে ভাস যদি,
থাকবেনা আর আলোর জ্যোতি
স্রোত ধারায় যাবে যে হারাই।।
0 Comments