///ভুল///
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
ভুলের মাঝেই ভুল হয়েছে
ভুলের নাই কি ক্ষমা
ভুল করেই তো মানুষ আজ
পৃথিবীতে জমা।
ভুল করেছেন আদম নবি
জান্নাত দিলেন ছেড়ে
আমরা তারই ঔরসজাত
মানবেনাগো কেরে?
পাপ সাগরে ডুবে গিয়ে
ক্ষমা চাওয়া হলে
মাফ করিয়া দেনগো মাবুদ
ভালবাসার ছলে।
মানুষ আমি আদম জাত
ভুল হতেই পারে
তারই জন্য নিয়োনা আমার
সম্মানটাকে কেড়ে।
0 Comments