****মোনাজাত****
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
দয়াময় কবুল কর মোনাজাত
আমার গুনাহ পাহাড়সম
করেছি অপরাধ নেই হিসাব
তবুও তুলেছি দুই হাত।।
দয়াময় কবুল কর মোনাজাত
করেছি অন্যায় জানা-অজানা
গোপন পাপের চাই ক্ষমা
নয়ন জলে স্নিগ্ধ আমি
রহম দিয়ে ভরাও হায়াত।।
দয়াময় কবুল কর মোনাজাত
পাপ সাগরে গেছি ডুবে
ক্ষমা তুমি করবে কি তবে
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
বলে তুমি জাগালে মহাব্বাত।।
দয়াময় কবুল কর মোনাজাত
0 Comments