ইজ্জত

 🔥🔥🔥 ইজ্জত🔥🔥🔥

কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ


লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে
পেয়েছি বাংলার স্বাধীনতা
বাংলা মা স্বাধীন হয়েছে 
তবুও পায়নি নিরাপত্তা।।

বাবা পেয়েছে চোরের দল 
আমি পেলাম ধর্ষক
রাষ্ট্রের যত আমলা কামলা
সব হয়েছে ভক্ষক।।

নিত্যদিনের পণ্যের ঊর্ধ্বগতি 
বোঝা যায়না নেতাদের মতিগতি
তারা রাষ্ট্রের কাছে কি?
রাষ্ট্রই বা তাদের কাছে কি??

স্বাধীনতার অর্ধশত বর্ষ পেরিয়েও
আমরা স্বাধীনতা খুঁজছি
নিজ দেশে পরাধীন হয়ে
বাক স্বাধীনতায় ধুকছি।।

যে জাতি মায়ের লজ্জা
ঢাকতে সীমাহীন ব্যর্থ,
তারা হবে লুটের দল 
সর্বত্র খুঁজে স্বার্থ।।

নারী জাতি যাদের কাছে
ব্যবহার ও ভোগের পণ্য,
ধর্ষণ কি তারা জানে না
যত্তসব নাদান সামান্য।।

Post a Comment

3 Comments