মক্তব

 

মক্তব**
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
আযান হলে ফজর পড়ি
যাই মক্তবেতে
সুরা কালাম শিখি আমি
শিখি আদব সাথে।।
কুরআন পড়া শিক্ষা করা
অনেক বড় দামি
ফজর শেষে ভোর বেলাতে
পড়ছি কুরআন আমি।
আমার শিক্ষা আমার দীক্ষা
আলোর মিছিল পেতে।।
নুর নবীজির শিক্ষা হলো
কুরআন শেখা ফরজ
তারতীলসহ কুরআন পড়
আল্লাহ্ দিলেন গরজ।
কুরআন পড় বুঝে বুঝে
আমল কর জিন্দেগীতে।।
মক্তবের এই শিক্ষার আদব
লাগবে একদিন কাজে
কোরআন সবার সঙ্গী হবে
যদি এতে সাজে।
জীবন হবে জ্যোতির্ময়
ক্ষনিকের এই দুনিয়াতে।।


Post a Comment

0 Comments