রক্ত

 

রক্ত ***
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
রক্তের বাঁধন মায়ায় ঘেরা
শত বেদনায় যায়না ছেড়া
রক্ত কখনো হয়না শত্রু
চিন্তার ব্যবধান তবুও মিত্র।।
রক্ত নিয়ে করলে খেলা
সবাই করে সম্মানে হেলা
যতই হোক ঝগড়া-ঝাঁটি
রক্তের মায়া বড়ই খাঁটি।।
যতই গাহি বিদ্রোহী গান
ততই রক্ত মারে টান
আর পারিনা করতে ক্ষতি
রক্ত জ্বালায় আলোর জ্যোতি।।
রক্ত হলো ওয়ারিশ তোমার
যাওনা ভুলে কষ্টের পাহাড়
রক্তের সাথে করলে বেইমানি
কাপে আরশ নবীর বাণী।।



Post a Comment

0 Comments