শরৎ

 

শরৎ-
কাজী মুহাম্মাদ ঈসা
মাহমুদ
সাদা মেঘে ছেয়েছে আকাশের নীল,
কাশ ফুলে ভরপুর পতিত বিল,
শরতের ফুল দিয়ে সাজা প্রকৃতি
শাপলা শালুক, জুঁই জবা মালতি।।
স্বপ্নেরা দলবেঁধে ঘুরপাক খায়
নিশীথের আলো যেন ঘুমটা ভাঙায়
জোনাকিরা ফাঁকে ফাঁকে আলো ছড়ায়
হিম হিম বাতাসে মনটা হারায়।।
ফুলের ঘ্রাণে যেন উতলা বিবেক
শরতের হিমেল হাওয়া বাড়ায় আবেগ
প্রকৃতি হাত মেলে ডাকছে আমায়
মন ছুটে তার ডাকে দূর নীলিমায়।।
উড়ো উড়ো জলধর গগন পানে
ফিকফিক হাসে আর বৃষ্টি আনে
মিঠে মিঠে রোদ্দুর লুকায় ক্ষণে
সুখটুকু বয়ে যাক জনজীবনে।।


Post a Comment

0 Comments