💖💖ঐক্যের গান-💖💖
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
কে আলিয়া কে কওমিয়া
ভুলবি কবে বল না ভাই
হকের পথে এক হতে
দল-মত-নির্বিশেষে ঐক্য চাই।।
হাদিস মোদের পাথেয়
কোরআন মোদের সংবিধান
আল্লাহ রাসূল সবাই মানি
তবে কেন ব্যবধান।
দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলো
এসো সবাই হাত মিলাই।।
ফরজ নিয়ে নেই মতামত
কালেমায় নাই ভিন্নতা
নফল নিয়ে টানাটানি
এতে পায়না পূর্ণতা।
ভুলে গিয়ে সব ইখতেলাফ
হাতটা ধরে সামনে যাই।।
কেউবা করি পীর-মুরিদী
আবার কেউবা ভিন্ন দল
শিরক ছাড়া আমল নিয়ে
চল এগিয়ে বীরের দল।
স্বপ্ন খুঁজি তোদের মাঝে
আমরা সবাই দ্বীনি ভাই।।

Post a Comment

0 Comments