*****%মজার ভাদ্র%*****
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
ভাদ্র মাসে হঠাৎ বৃষ্টির
ফাঁকে ফাঁকে রোদ,
শিয়াল নাকি বিয়ে করবে
তাই বেঁধেছে জোট।।
রোদ-বৃষ্টির খেলার মাঝে
পাকছে গাছে তাল,
তালের পিঠার সেই মজাটা
পাইনা কতকাল।।
সকাল হলেই গাছ তলাতে
তালের খোঁজে দৌড়,
দুধের সাথে তালের মজা
স্বাদে ফুলের মৌ'র।।
তালের সাথে ভাদ্র মাসের
হয়না কভু আড়ি,
কাঁঠাল পাতায় তালের পিঠা
খাইতে যাবো বাড়ি।।
মাগো তুমি শুনছো নাকি
আমার আসার খবর,
ছোট বেলার মজার পিঠায়
জমিয়ে দেবো আসর।।
ভাইয়ে ভাইয়ে করব মোরা
ভিশন মাতামাতি
গল্পকথায় কাটিয়ে দেবো
দিন কিংবা রাতি।।
ভাদ্র মাসে কৃষকের সেই
কাজের শেষের শান
গাইতো তারা মনটা খুলে
জারি সারি গান।।
শেষ ভাদ্রের বেকার সময়
হয়না তো আর দেখা
স্মৃতির পাতায় ভর করে
হচ্ছে ছড়া লেখা।
0 Comments