দাওয়াত

@@@দাওয়াত@@@
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ

দোকানে নেই পণ্য
মূল ধন সামান্য
ক্রেতা সব ভিন্ন
দোকানী খুব অনন্য।
গরম পানি বিক্রি
লাগে কিছু লাকড়ি
চা পান সিগারেট
বেচা কেনার টার্গেট।
ফ্রী পাবেন সিনেমা
টাকা পয়সা লাগবে না
দেখে করবেন আরাম
যদিও সম্পূর্ণ হারাম।।
সকাল থেকে মধ্যরাত
দোকান চালায় হাসমত
হালাল টাকায় ব্যবসা করে
হারাম খাদ্যে গতোর ভরে।।
হালাল হারাম চিনে না
ধর্মীয় আইন মানেনা
তাদের দরকার দাওয়াত
আল্লাহ দিবেন হেদায়াত।।
আমার কাজ দাওয়াত
বর্ষিত হোক রহমত
যদি থাকে তাকদীরে
আসবে তারা ফিরে।।
Image may contain: one or more people and people sitting

Post a Comment

0 Comments