হিয়ার খরা**
কবি:- এনএন কলি**
মোর অন্তরের খরায় খা খা করে বুক,
নাই নাই নাই মনে নাই সুখ।
যে খরা দহন করে মোর হিয়ায় আজ,
তা দেখে চৈত্রের খরাও পায় যেন লাজ।
ভাঙা দর্পের ন্যায় চৌচির মম অন্তর,
বিন্দু সম রসও নাহি হৃদয় প্রান্তর।
অকালেই ঝরিল ফুটন্ত পুষ্প,
ছড়ালো না তার মৌ মৌ গন্ধ।
খরা হেতু মনের জমিন
হুতাশনে জ্বলিছে দাউ দাউ
সব পুড়ে হয়ে গেল ভস্ম
নেত্রদ্বয় রোদন করে হাউমাউ।।
খরায় খরায় কেটেছে কতটা বছর,
তবুও কেউ কারো রাখিনি খবর।
কামিনি দহন থামিবেনা তোমার পরশ ছাড়া,
এসো হে প্রিয়, নিভিয়ে দাও অগ্নিধারা।।
আহা! কত ফাগুনে পুষ্প ধরিল,
নবযৌবনের বন্দনা গাহিলো,
হায়! শুধু মোর প্রেমভুবনের খরা,
নাহি কাটিলো, নাহি কাটিলো।।
0 Comments