সীমান্ত**
কবি:- এন এন কলি**
সীমানা পেরিয়ে মন ছুটে
সে এক অচিনপুর,
বন্ধু তুমি সেই সুদূরে
কয়েকশো ক্রোশ দূর।
আমার আমি পণ করেছি
ছুটবো তেপান্তরে,
কয়েকশো ক্রোশ পেরিয়ে তবে
উঠবো তোমার ঘরে।
রাখবো মাথা কোলের পরে
আদর পাবার আশায়,
গুচ্ছ চুলের নরম ছোঁয়ায়
দিব তোমায় ভাসাই।
ফেরার পালা যখন আমার
বলবো চোখের ইশারায়,
আঁকড়ে থাকা জাপ্টে ধরে
সাধ্য কার ছাড়ায়।
0 Comments