দুষ্টের লালন
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
দুষ্টের লালন আর শিষ্টের দমন
চলছে দেশে এক মহামিলন,
নীতি কথার দাম নাই
ধর্মীয় বিধানেও ওএসডি নিপীড়ন।।
রাষ্ট্র এখন দুর্নীতির কারাগারে বন্দি
নীতিবান মুক্তের চলছে ফন্দি,
দুষ্টের সাথে করো সন্ধি
উপহার পাবে সব জলদি।।
দুর্নীতি দমনে আসলে এগিয়ে
তাকেও দিয়ে দাও ওএসডি,
দুর্নীতি করো যদি বন্ধ
বন্ধ হবে উন্নয়নের অগ্রগতি!
এভাবেই চলব রাষ্ট্রের সবাই
দলবেঁধে কাঁদবো আমরা ভাই,
তবুও গড়বোনা ঐক্যের বান
যাক না হারিয়ে কিছু সম্মান।।
0 Comments