ওপারের মায়া**
কবি:- এন এন কলি**
নদীর ওপারে বাধা পড়েছে
আমার অবুঝ মন
নিজের ঘরে গুমড়ে মরছে
একাকি আরেকজন।
শুন্য বিছানায় একলা রাতে
কষ্টের মত খল
এপাশ-ওপাশ করে কাটে
চোখ তার ছল ছল।
হাত ইশারায় ডাকে আমায়
নিঠুর ভালোবাসা
মাঝে বইছে বিশাল নদী
হাহাকার করে আশা।
এত মায়া রয়েছে ওপারে
এপারে কিছুই নাই
ওপারে সব সুখের আকর
এপারের সব ছাই।
ঘরের ভেতর টানছে মায়া
অসহায় তার চোখ
ওপার বাড়ির মায়ার ভেতর
উঁকি মারে সুখ।
টানা-হেঁচড়ার প্রাচীন খেলা
চলছে মনের ভেতর
আড়ালে থেকে নারছে কাঠি
নিঠুর বাজিকর।
0 Comments