অর্থী নদীর শহর

 *** অর্থী নদীর শহর **

** কবি-এন এন কলি**

একটু আড়াল নেশার ঘোরে 

নিজের অজান্তে, 

মন দিবা কি অগোচরে 

আমার সীমান্তে?

রইল বাকী খোলা আকাশ 

মেঘ জরানো ছবি, 

মেঘের নীচে মেঠো বাড়ি 

তোমার শূধানো কবি ।

মেঠো নদীর নাক বরাবর 

অর্থী নদীর পার 

তোমার দু'হাতে জলের ছোঁয়া 

অন্য হাত আমার ।

নদীর ওপার গাছের সারি 

নৌকা দোলে জলে, 

চাঁদের আলো অহংকারী 

তোমার ভরা দু'গালে ।

এমন শহর চাইরে আমি 

সবাই বলে গ্রাম 

আসবা না- কি আমার শহর 

কুড়াতে বদনাম ।







Post a Comment

0 Comments