//আগুন মুখো নদী//
**কাজি মুহাম্মাদ ঈসা মাহমুদ**
ভাটির দেশের মানুষ আমি
ভাটিতেই নিঃশ্বাস
আগুন মুখোর ঢেউয়ের সাথে
করি বসবাস।।
বাপ দাদারই ভিটা ছিল
খেয়ে গেল নদী
সেই নদীরই মায়া ছেড়ে
যেতে বল যদি
জীবন দিব নদীর বুকে
হোকনা সর্বনাশ।।
পানপট্টি আর বদনাতলী
তোরই বুকে গেল চলি
তবু তোরই মায়ায় দুলি
না পেয়ে আশ্বাস।।
তোর তীরেতে গড়ে আছে
চর কাজল আর বাইশদিয়া
সমান সমান অধিকারে
গড়েছে চর বিশ্বাস।।
1 Comments
nice
ReplyDelete