ভুলে যেও অতীত যত

 ভুলে যেও**

কবি:- এন এন কলি***


গতির সাথে তাল মেলাতে

থমকে গেছি পথের ধারে 

তুমি কেন আমার সাথে

দুঃখ বোনবে হৃদয় পাড়ে।।


আমি না হয় একলা থাকি 

তুমি কেন মলিন হবে?

আমার চলার ছন্দ থামলে 

তুমি কেন থমকে রবে?


আমি না হয় হাঁটতে গিয়ে

হোঁচট খেয়ে পড়ে গেছি,

কেন তুমি পিছন ফিরে 

ধরবে হাত টা মিছামিছি?


আমি না হয় ছন্দ ছাড়া 

চৈত্র মাসের মরা নদী,

তুমি কেন ফাগুন ছাড়ো 

উদাস হয়ে ডাকে যদি?


একলা যদি চলতে গিয়ে 

বাঁধা আসে পথের মাঝে,

পাশে কারো দাঁড়িয়ে দেখো

পাবে তাকে সকল কাজে।।


সময় করে পথটা তোমার 

বদলে ফেলো নিজের মত,

আমার কথা আড়ালে থাকুক 

ভুলে যেও অতীত যত।।





Post a Comment

0 Comments