আঠাশ অক্টোবর
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
অক্টোবরের ২৮ তারিখ ভাই হারানোর শোক
সেই স্মৃতি মনে পড়লে কেঁপে ওঠে বুক
রক্তের নদী বসাই ছিল হায়েনার দল
সেই ছবিটা সামনে এলে চোখে আসে জল।।
শহীদ মায়ের কান্না গুলো হয়নি তো শেষ
অক্টোবর ফিরে এলে বারে তাহার রেশ
লগি-বৈঠার ভন্ডামি আজও চোখে ভাসে
দেশটা এখন কুরে চলছে ওদের সেই ত্রাসে।।
লাশের উপর নৃত্য করার করুণ দৃশ্য,
অক্টোবরের ২৮ তারিখ দেখেছিল সারা বিশ্ব,
খুন করতে যারা সেদিন ধরল বাজিমাত
মানুষ নয় তারা হলো নরপিচাশের জাত।।
শহীদের রক্তে ভিজে ছিল এই রাজপথ,
বিজয় একদিন আসবে জানি নিয়ে মুক্তির রথ,
প্রভু দয়াময় এমন ইতিহাস চাইনা তো আর,
রফিক জাবেদ মাসুম জসিমের খুন ঝরা অক্টোবর।
0 Comments