একশত এক কাঁচের চুড়ি

 একশত এক কাঁচের চুড়ি 


* এন এন কলি **

আমার চোখের কাজল রেখায় 

আকবো তোমায় যতন করে 

কপালের এক বিন্দু টিপে 

রাখবো তোমায় আপন করে ।

কানের দুলের ঝুমকো হয়ে 

দুলবে তুমি ছন্দ তুলে 

বলবে কথা কানে কানে 

শুনবো আমি বিভোর মনে ।

শাড়ির আঁচল হয়ে তুমি 

জড়িয়ে রবে সংগোপনে 

মাঝে মাঝে এলো হাওয়ায় 

উড়বে তুমি বেখেয়ালে ।

নুপুর হয়ে আমার পায়ে 

বাঁধবে শিকল অন্তরালে 

ঝুমুর ঝুমুর নাচবো আমি 

বাজবে তুমি তালে তালে ।

রইলো বাকি দু,হাত আমার 

কেমনে বল সাজতে পারি ?

হবে তুমি দু'হাত ভরা?

একশত এক কাঁচের চুড়ি ।

Post a Comment

1 Comments

  1. অসাধারণ, আরো লেখা চাই

    ReplyDelete