বাবার স্মরণে একটি সংগীত


বাবা

গীতিকারঃ কাজি মুহাম্মদ ঈসা মাহমুদ


মাথার উপর বটের ছায়া
কিযে দারুন আভা
চলার শক্তি, বলার শক্তি
সেতো আমার বাবা ।।

আহা! থাকতে তাহার
কেউ করেনা যতন
হারিয়ে গেলে কাঁদে সবাই
কিযে ছিল রতন-২
জীবন খাতার প্রতি পাতায়
দুঃখের  ছবি আঁকা
কেঁদে কেঁদে সবাই বলে
ফিরে এস বাবা ।।

মন মহাজন ডাক দিয়াছে
চলে গেছে নীড়ে
কোথায় গেল কোন সুদূরে
আসেনা আর ফিরে-২
যেথায় আছ ভাল থেকো
থেকো জান্নাতে
খোদার কাছে দোয়া করি
প্রতি দিন রাতে ।
তুমি আছো এই বুকেতে
আছো তুমি বাবা ।।
My Picture

Post a Comment

4 Comments

  1. অসাধারণ একটি সংগীত। আপনার কলম আরো এগিয়ে যাক।

    ReplyDelete