আমার হৃদয়ে তোমার অস্তিত্ব

 আমাতে তুমি**

কবি:- এন এন কলি**


ভুলে যাওয়ার মত ভালোবাসি নি কখনো,

স্মৃতি আগলে বেঁচে আছি এখনো,

তুমি বদলে গেছো সময়ের স্রোতে,

ভুলে গেছো হয়তো, ক্ষতি কি তাতে?


এক আকাশে থেকেও মাঝে মাঝে

চাঁদখানা হারিয়ে যায় অমাবস্যার রাতে,

এখনো ভেসে ওঠে মায়াবী চোখ

অলৌকিক চাহনি আর সেই হাসিমুখ।।


হয়তো আজ তুমি দূর বহুদূর

অন্যের হাত ধরে বদলেছো সুর,

তোমার কাছে আমি ঝাপসা ও মলিন,

হৃদয়ে তোমার অস্তিত্ব, হবেনা বিলীন।।




Post a Comment

0 Comments