গদ্য কবিতা- আমি মুসলমান


আমি মুসলমান
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ


স্বপ্ন চোখে ভাসিব না আর
রাখবো না কখনো পিছু টান
ধুলায় লুটাতে দেবনা
কাহারো কিঞ্চিত সম্মান ।।
গাহিব সাম্যের গান
সুদৃঢ় মস্তকে বলিব
আমি দুরন্ত দুর্বার
আমি একনিষ্ঠ মুসলমান ।।   
আমি শুনেছি আমি জেনেছি
আমি পড়েছি আমার ইতিহাস
আমি জানি কি আমার সম্মান
ব্যঙ্গচিত্র ব্যঙ্গবাণী
করিতে আসিলে উপহাস
উত্তম জবাব দিতে জানি
আমি সালাউদ্দিনের প্রাণ ।।
স্বভাবে, চরিত্রে ধারণ করেছি
আমি মুহাম্মাদের (স:) নূর
কাউসারের পেয়ালা হাতে
যার সম্মান ছড়িয়ে আছে
দূর বহু দূর ।।
আমি মানবের আমি দানবের
আমি আশরাফুল সৃষ্টিকুলে
একথা মানেনা সে নহে মানুষ
সে হারিয়ে আছে ভুলে ।।
আমি মানবতার কল্যাণ
আমি তিতুমীর আমি খানজাহান
আমি শাহজালালের জায়নামাজ
আমি শরিয়াতুল্লাহ আমি শাহপরাণ
আমি রক্তের দামে
পরিবর্তণ করিব এই সমাজ ।।
আমি বখতিয়ারের বিজয়ী নিশাণ
আমি মাথা নত করিনা
দুনিয়ার কাহারো পায়
আমি চিরন্তন সত্য
সিজদায় অবনত হই
রাত দিন পাঁচ ওয়াক্ত ।।
জুলুম সহিতে জানিনা আমি
করি সদা প্রতিবাদ
জবানে বলি নারায়ে তাকবীর
আল্লাহু আকবার
শ্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ ।।
Isha Sing.jpg              সংক্ষেপিত

Post a Comment

3 Comments

  1. অসাধারণ হয়েছে, ভাই এগিয়ে যান, আরো ভালো কিছু হবে।

    ReplyDelete