হে প্রিয় নেতা ‘মুরসি’

তোমার বিদায়ে কাদিনি আমি
কেদেছে আমার মন।
তোমার বিরহে কাদেনি জালিম
কেদেছে ভুবন।
তুমি ছিলে হৃদয়ের স্পন্দন
তোমার বিয়োগে মুমিন করেছে ক্রন্দন।
তুমি শত কোটি মানুষের বিরহ ব্যাথা
ভুলিবেনা কভু তারা তোমারি কথা।
জালিমের কারাগারে ছিলে তুমি বন্দি
তোমায় মারতে ওরা করেছিল ফন্দি।
যুগে যুগে তোমাদের হোক আগমন
তোমাদের হুংকারে কাপুক এই ভুবন।
তোমার চলে যাওয়া কি করে মানছি
বোঝাতে পারবোনা হে প্রিয় নেতা ‘মুরসি’।
হে প্রভু দয়াময় কবুল করে নাও
প্রিয় নেতা ‘মুরসি’ কে জান্নাত দাও।।
//কাজি মুহাম্মাদ ঈসা মাহমুদ//


Post a Comment

0 Comments