হতাশার গান নয়

বিদায় বেলা 
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

কি গান শোনাবো তোমাদের
কন্ঠে যে সুর ওঠে না
আমাকে তোমরা ক্ষমা করো
কখনো ভুল বুঝনা।।

এমন গান কবু শুনবে না
যে গানে শুধু বাড়ায় জ্বালা
এমন গান কভু গাইবে না
যে গানে আছে হতাশার যন্ত্রণা।।

আসা-যাওয়ার বিরতিতে
খানিকটা সময় কেটেছে তোমাদের সাথে
আনন্দময় সময় গুলো
থেকে যাবে স্মৃতিতে
তোমাদের কভু যাবেনা ভোলা।।

আমার কন্ঠের ধনী যদি তোমাকে কষ্ট দেয়
মানুষ হিসাবে ক্ষমা করো বন্ধু হিসাবে নয়
তোমাদের ভালোবাসায় আমাকে মুগ্ধ রাখবে চিরদিন
স্মৃতির পাতায় থাকবে লেখা কখনো মুছে যাবে না।।
আমাকে তোমরা ক্ষমা করো
কখনো ভুল বুঝনা।।

Post a Comment

1 Comments