ছড়া : কৃত্রিম বন্যা

//কৃত্রিম বন্যা//
**কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ**

রিমঝিম ঝর্ণায়
আষাঢ়ের কান্নায়
খাল-বিল
ভরে যায়।

বন্ধুরা ফারাক্কায়
গেটগুলো খুলে দেয়
হাওরেরা ডুবে যায়
ভারতীয় বন্যায়।

আমাদের কান্না
বন্ধুরা শোনে না
তারা চায় ট্রানজিট
আমাদের বেলায় গিঁট।

রাষ্ট্রীয় ক্ষমতায়
ওপারে মমতায়
আমাদের সরকার
নজরের দরকার।

অবিরাম বৃষ্টি
বন্যার সৃষ্টি
প্রতিবেশী পানি দেয়
বাংলা ডুবে যায়।।

Post a Comment

0 Comments