গান: করোনার প্রভাব

///করোনার প্রভাব///
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

ব্যস্ত শহরে সবাই বিজি
কথাবার্তায় নাই ইজি,
সবাই নিজের চিন্তা করে
বেকারের ঘরে নেই রুজি।
ইয়া নাফসি, ইয়া নাফসি।।
ইয়া নাফসি, ইয়া নাফসি।।

কেউ কারো লয়না খবর
কতজনের হচ্ছে কবর,
দিনগুলো যাচ্ছে চলে
হারিয়েছে সবাই মুখের হাসি।
ইয়া নাফসি, ইয়া নাফসি।।
ইয়া নাফসি, ইয়া নাফসি।।

থাকবে কতদিন এই করোনা
খোদায়ী গজব কেউ জানেনা,
আসলে ফিরে দ্বীনের পথে
রব্বে কারিম ভীষণ খুশি।
ইয়া নাফসি, ইয়া নাফসি।।
ইয়া নাফসি, ইয়া নাফসি।।

Post a Comment

1 Comments