///মা চোখের মনি///
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
মাগো তুমি চোখের মনি
আসমানেরই চাঁদ
তোমার মুখটা না দেখিলে
কাটে না যে রাত।।
মিষ্টি মিষ্টি ওই চেহারায়
ভালোবাসার স্বাদ
যায়রে কেটে মায়ের দোয়ায়
আপদ ও বিপদ।।
রাত পোহালে ডাকো তুমি
হয়েছে প্রভাত
তাড়াতাড়ি কররে খোকা
আদায় সালাত।।
সালাত পড়ি দোয়া করি
ধরি মোনাজাত
আমার মাকে দিয়ো খোদা
জান্নাতি হায়াত।।
1 Comments
my mother my world
ReplyDelete