///রুকনিয়াত///
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
পেতে যদি চাও আল্লাহর ভালোবাসা
নিতে হবে এই শপথ
পেতে যদি চাও ওই জান্নাত
নিয়ে নাও জীবনে রুকনিয়াত।।
দুনিয়ার মায়াজালে আর থাকবে কত
একদিন জীবনে আসবে রাত
আঁধারে তুমি যাবে হারিয়ে
দেখবে চোখে রোজ কিয়ামাত।।
নফসের সাথে কর যুদ্ধ তুমি
নাও জীবনে ঈমানী স্বাদ
দ্বীনকে জীবনে কায়েম করো
কুরআনের আলোতে গড়াও হায়াত।।
0 Comments