সংগীত: -নামাজে মনোযোগ

নামাজে মনোযোগ
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

নামাজে দাড়িয়ে মন যদি যায় হারিয়ে
মনে রেখো এ তোমার মনের ক্ষত
কে দেবে তা তোমায় সারিয়ে?

সিজদার দিকে তাকিয়ে চোখটাকে রাখ মেলিয়ে
শুদ্ধ ভাবে তুমি করো তেলাওয়াত
নামাজে মনোযোগ দেবে বাড়িয়ে।।

আল্লাহকে ভয় করো ভাবো দেখছি আল্লাহকে।
মনটাকে কাজ দাও
দাও মনের খোরাক বাড়িয়ে।।

বেশি বেশি তাসবিহ পড় ভাবো দেখছেন আল্লাহ
ভরে যাবে নেকের সব পাল্লা
রাব্বে কারীম দেয় জান্নাতের সব দরজা খুলিয়ে।।

Post a Comment

0 Comments