সময়ের ব্যবহার

 সময়ের ব্যবহার
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

সময় যখন থাকে হাতে 
সঠিক কাজটা করতে তাতে
হয়রে গোলযোগ।
সময় গেলে বুঝে সবি 
আসে না আর ফিরে রবি 
পায়না উপভোগ।। 

ইচ্ছে যদি থাকে পাকা
যায়না তারে ঢেকে রাখা 
হোক না অন্ধকার। 
সকল কাজেই যায় এগিয়ে 
বাঁধার জিঞ্জির ভেঙ্গে ফেলে
বিস্ময়ী সর্দার।। 

মান অভিমান থাকে ভুলে 
স্বপ্ন দেখে নয়ন মেলে 
দুরন্ত দুর্বার।
বিশ্ব জয়ের নেশায় থাকে 
সময় মতো কল্প আঁকে 
বিশ্ব বিধাতার।।

Post a Comment

0 Comments