প্রভু তোমার রহম চাই

 

রহম চাই ***
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ
প্রভু তোমার রহম পেতে
কাঁদি আমি মোনাজাতে
তুমি আমার মালিক মাবুদ
হুকুম তামিজ ইবাদাতে।।
আমার কথায় আমার কাজে
কষ্ট কেন পায় সমাজে
আমি কেন পারিনা ক'
আমার কথা বোঝাতে।।
স্বার্থ কেন ছাড়তে পারিনা
ভাষাও তো মধুর হচ্ছে না
তাইতো প্রভু রহম খুঁজি
আরশেরি ছায়া পেতে।।
দাও গো গফুর ক্ষমা করে
ভালোবাসায় জীবন ভরে
হই না যেন অপরাধী
শেষ বিচারের আদালতে।।


Post a Comment

0 Comments