গান: রাগ নয় ধৈর্য**

 গান: রাগ নয় ধৈর্য**
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

ধৈর্যধারণ করতে হলে
বুকে সাহস থাকতে হয়
ধৈর্য ধরা সবার পক্ষে
খুব একটা সহজ নয়।।
রাগ করোনা যখন তখন
রাগে জীবন নষ্ট হয়
অযথাই রাগ করিলে
এমনি এমনি কষ্ট পায়।।
ধৈর্য ধরা মানুষগুলো
আল্লাহ তাআলার প্রিয় হয়
খাটি মুমিন হতে হলে
ধৈর্যের সাথে চলতে হয়।।
রাগ করিয়া গালি দিলে
ইবলিস খুশি হয়ে যায়
রাগ থেকে বাঁচতে হলে
আউযুবিল্লাহ পড়তে হয়।।

Post a Comment

0 Comments