আহলে সুন্নাত ওয়াল জামায়াত

 আহলে সুন্নাত ওয়াল জামায়াত**
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ


আহলে সুন্নাত ওয়াল জামায়াত
ছিল আমাদের সংগঠন
কি করে করলো ওরা'
এই পবিত্র ময়দান দখল।।
বড় জানতে ইচ্ছে করে
নেতৃবৃন্দ কেন দূরে সরে
আমার ব্যানারে আমাকেই
দিচ্ছে ওরা গালি
এই জালাটা কেমনে করে
বলো না ভাই সহজে ভুলি।।
আহলে সুন্নাত তারাই হবে
যারা সুন্নাত মানে
যাদের মধ্যে সুন্নাত নাই
তারা কেন এটা ধরে টানে?
বুঝতে হবে গলদ আছে
হকের কথা নেতৃবৃন্দ ভুলে গেছে।
আজকে আমি ওহাবী
ওদের মুখের গালি
ফিরিয়ে আন সংগঠন
ঐক্যের পথে চলি।।
ছাড় দেবো না ওদের আর
করব এবার প্রতিবাদ
মুক্ত করবো সংগঠন
আমরাই আহলে সুন্নাত ওয়াল জামায়াত।



Post a Comment

0 Comments