স্মৃতি

 ******%%স্মৃতি%%******
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

আদরে আদরে ভরপুর
থাকে সে অচিনপুর,
ভোলা তো যায়না স্মৃতিগুলো,
কেমন করে দিন ফুরালো?
এইতো সেদিনের কথা
ডাকছিল ভাই ভাই বলে,
আজও ভাই বলে ডাকে,
বলতো, তাকে কেমন করে ভুলে।
এখনো সেই আদুরে ডাক
তোরা ছিলি তোরাই থাক,
হয়তো মাঝে মাঝে ভুলে যাই
তবু অনুরোধ একটু মনে রাখ।
রাতের পরে রাত জেগে
এক সাথে গল্প করা,
দুপুর বেলা পুকুর ঘাটে
লাফিয়ে লাফিয়ে ডুবো পাড়া।
আর তো কখনো পাবোনা
শৈশবের দিনগুলি,
খেলা তো হবেনা রাখালের মত
বৃষ্টির ফাঁকে ডাংগুলি।।
বসাতো হবেনা এক সাথে
খেয়ার জন্য অপেক্ষায়,
নেই সেই কাঁদার রাস্তা
কে থাকে কার প্রতিক্ষায়।।
এভাবেই একদিন চলে যাব
তোমাদের সবাইকে বিদায় জানাব,
সে বিদায়ে নড়বে না হাত
সময়টা দিন কিংবা রাত।।
তোরা ছিলি তোরাই থাক
অনুরোধ, একটু মনে রাখ।।

Post a Comment

0 Comments