ওসমানী তাজ

 @@%ওসমানী তাজ%@@
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

কে ধরল খাটিয়া আর
কে নামালো কবরে লাশ?
এ নিয়ে কেন এত মাতামাতি?
এটাতো দ্বীনের জন্য সর্বনাশ।।
দূর হোক অহংকারের দলাদলি
ভাই ভাই কেন নয় গলাগলি?
মুষ্টি করে ধরে দেখো হাত,
বাতিল সব হয়ে যাবে কুপোকাত।।
আকিদা কার খাঁটি আল্লাহ জানেন
কালিমা তো সবাই অবশ্য মানেন,
তবে কেন হিংসার খুনসুটি?
সামান্য বিষয় নিয়ে মাতামাতি।।
রক্তে কেন উঠেনা কালেমার তেজ
মুসলিম হয়েও কেন হিংসায় শেষ?
মুসলিম যখন ভুলে যায় ইসলামী আচরণ
বাতিলের হাতে হয় অকল্পনীয় মরন।।
জেগে ওঠো মুসলিম হাঁকো হায়দারী হাঁক
দিকে দিকে মজলুম দিচ্ছে তোমায় ডাক,
আর কত থাকবে ভুলে ওমরের রাজ
তুলে নাও মাথায় তোমার ওসমানী তাজ।।

Post a Comment

0 Comments