####%বিশ্বাস%####

কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ
যার খুশিতে সন্তান হয়
তিনি হলেন দয়াময়।
তার ওপর ভরসা রাখ
তার ইচ্ছায় খুশি থাকো।
তিনি জানেন তোমার ভালো
কোনটা আধার কোনটা কালো।।
যাকে খুশি ছেলে দেন
কাউকে আবার মেয়ে
যাকে খুশি সবই দেন
কাউকে আবার দেন না
তার প্রেমেতে মগ্ন হও
আর তো কিছু চাননা।।
মানুষ কেন বোঝেনা
নিজের ভুলটা খুঁজে না
মানুষ একটা প্রাণী
পরে থাকে শেরওয়ানি
আছে তাদের সমাজ
করতে হয় ভালো কাজ।।
কাজের জন্য মানুষ চাই
ভালো মানুষ কোথা পাই
জীবিত চায় লাশের কাছে
সন্তান পেতে মাজারে গেছে।
মাজারে যাওয়া নিষেধ নাই
ওখানে চাওয়া শিরক ভাই।।
শিরকিয়াতের জীবন ছাড়ো
ইমানটাকে শক্ত করো
ঈমান বুকের হাড্ডি নয়
শক্ত ইমান বিশ্বাসে হয়।
বিশ্বাসটাকে পুর্ণ করো
কোরআন হাদিস আঁকড়ে ধরো।।


Post a Comment

0 Comments